পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে গতকাল ২৮শে মার্চ বেলা সাড়ে ১২টায় জাটকা সংরক্ষণ কার্যক্রমের জনসচেতনতা ও জাটকা অহরণে বিরত থাকায় জেলেদের মাঝে সিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
এ সময় ইউনিয়নের ১৩৫জন কার্ডধারী জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা আহরণ নিষিদ্ধকালীণ সময়ে জাটকা অহরণে বিরত থাকা জেলে পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। এপ্রিল-মে চক্রে ৪০ কেজি হারে প্রতি জেলে পরিবারকে মোট ৮০ কেজি করে চাল প্রদান করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সজিব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রজিৎ সরকার, সহকারী ভূমি কর্মকর্তা আনিসুর রহমান, বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের এস.আই রিপন ও ইউপি সদস্য জামরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।