ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
রাজবাড়ীতে পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন
  • মাহফুজুর রহমান
  • ২০২০-১০-০৭ ১৫:০৮:১৫
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী গতকাল ৭ই অক্টোবর শহরের পৌর নিউ মাকের্টে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার অফিস ফিতা কেটে উদ্বোধন করেন -মাতৃকণ্ঠ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল ৭ই অক্টোবর দুপুরে শহরের পৌর নিউ মাকের্টের ২য় তলায় ১৩০ নং রুমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উক্ত অফিস উদ্বোধন করেন। 
  জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্তর সভাপতিত্বে অফিস উদ্বোধন অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, রাজবাড়ী সদরের সভাপতি অরুণ কুমার সরকার, সাধারণ সম্পাদক সম্পাদক ডাঃ সমীর কুমার দাস, পৌর কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা, পাংশা উপজেলা কমিটির সভাপতি নির্মল কুমার কুন্ডু, কালুখালী উপজেলার সভাপতি রনজয় বসু, সাধারণ সম্পাদক যাদব দত্ত, বালিয়াকান্দি উপজেলার সভাপতি রামগোপাল চ্যাটার্জী, সাধারণ সম্পাদক নীতিশ মন্ডল, গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি বিপ্লব কুমার ঘোষ, সজল দাস, গৌরাঙ্গ কর্মকার, রঞ্জন নাগসহ পূজা উদযাপন পরিষদের জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী ডিবি’র সফল অভিযান আন্তঃ জেলা শীর্ষ ডাকাত সর্দার বোমা খোরশেদ গ্রেফতার
সর্বশেষ সংবাদ