ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
রাজবাড়ী ডিবি’র সফল অভিযান আন্তঃ জেলা শীর্ষ ডাকাত সর্দার বোমা খোরশেদ গ্রেফতার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৪-১৩ ১৬:১৯:৪৬

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৩)কে রাজবাড়ী ডিবি’র একটি দল গত ১২ই এপ্রিল বিকেলে গ্রেফতার করেছে।
 গতকাল ১৩ই এপ্রিল দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
 গ্রেপ্তারকৃত মোঃ খোরশেদ ওরফে বোমা খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। বোমা খোরশেদ আন্তঃ জেলা ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বেই রাজবাড়ীসহ আশে পাশের জেলায় ডাকতি হতো বলে জানায় পুলিশ।
 সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন জানান, ২০২৪ সালের ২৬শে নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ই ফেব্রুয়ারী পর্যন্ত রাজবাড়ী সদর থানায় ২টি ও বালিয়াকান্দি থানায় ২টিসহ মোট ৪টি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলা দায়ের হলে মামলার ঘটনা তদন্তে ডিবির একটি আভিযানিক টিম মাঠে নামে। মামলা তদন্তের একপর্যায়ে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ৪টি ডাকাতি ঘটনায় খোরশেদের নেতৃত্বে তার গ্রুপের সদস্যগণ সংঘটিত করার প্রমান পাওয়া যায়। ওই মামলাগুলোতে কালু হাওলাদার ওরফে কালু ডাকাতসহ সর্বমোট ৬ জন পেশাদার ডাকাতদের গ্রেপ্তার করা হয়। কালু হাওলাদারের বিরুদ্ধে ৩২টি মামলা এবং অন্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ইতোমধ্যে ২জন ডাকাত আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন। জবানবন্দিত গ্রেপ্তারকৃত ডাকাতরা জানিয়েছেন মোঃ খোরশেদ ওরফে বোমা খোরশেদ হচ্ছে ডাকাতির মাস্টারমাইন্ড ও তাদের লিডার।
 পুলিশ সুপার আরো জানান, পুলিশ দীর্ঘদিন ধরে ডাকাতদলের এই মাস্টারমাইন্ড খোরশেদকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছিলাম। গত ১২ই এপ্রিল বিকেলে ডিবি পুলিশের একটি অভিযামিক টিম ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা শীর্ষ ডাকাত সর্দার মোঃ খোরশেদ ওরফে বোমা খোরশেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতির লুন্ঠিত ৪০ হাজার টাকা ও ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল ও ২ আনা ওজনের ১টি আংটি উদ্ধার করা হয়। 
 তিনি জানান, গ্রেপ্তারকৃত খোরশেদের নামে আদালতে রাজবাড়ীসহ পাশ্ববর্তী জেলায় ডাকাতির ঘটনায় ৮টি ডাকাতির মামালা বিচারাধীন রয়েছে।
 সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) দেবব্রত সরকার, ডিআইও-১ আব্দুর রহিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান, ডিবির ওসি মফিজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিপুল উৎসাহ উদ্দীপনায় রাজবাড়ীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপিত
রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
রাজবাড়ী ডিবি’র সফল অভিযান আন্তঃ জেলা শীর্ষ ডাকাত সর্দার বোমা খোরশেদ গ্রেফতার
সর্বশেষ সংবাদ