ঢাকা মঙ্গলবার, এপ্রিল ১৫, ২০২৫
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে রাজবাড়ী পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
  • মোছাঃ শামিমা পারভীন
  • ২০২৫-০৪-১৩ ১৬:০৮:৫৪

পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা, কুপমন্ডুকতা পরিহার করে উদার নৈতিক জীবন-ব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভিতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদেরকে নতুন উদ্যমে বাঁচার প্রেরণা দেয়। আমরা বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বজাত্যবোধ নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়।
 অন্যদিকে পহেলা বৈশাখ উদযাপন আমাদের একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। আবার আসবে বৈশাখ মাস, চৈত্রের অবসানে। নববর্ষের নতুন হাওয়া, উষ্ণতা দিবে প্রাণে। মনের সকল গ্লানি ভুলে, জীবন নতুনভাবে গড়বে, আবার নতুন স্বপ্ন দেখবে নববর্ষের টানে। ঢাক ঢোল মাদলের তালে রং বেরঙের মনের দেয়ালে আবহমান বাংলার সংস্কৃতি উজ্জীবিত থাক যুগে যুগে।
 মুছে যাক সকল কলুষতা, শান্তির বার্তা পৌঁছে যাক প্রতিটি ঘরে ঘরে। জেলা পুলিশের পক্ষ হতে রাজবাড়ীবাসীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা।
শুভ নববর্ষ-১৪৩২।
(মোছাঃ শামিমা পারভীন)
পুলিশ সুপার
রাজবাড়ী।

 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে রাজবাড়ী পুলিশ সুপারের শুভেচ্ছা বাণী
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের প্রথম দিনের ইভেন্ট সম্পন্ন
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ সংক্রান্তে বিশেষ ব্রিফিং
সর্বশেষ সংবাদ