গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি সৈয়দ শুকুর আলী শুভকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল ৮ই এপ্রিল বিকেলে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সংবর্ধিত সৈয়দ শুকুর আলী শুভ’কে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দ।
পরে রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল কবির মুক্ত, সহ-সভাপতি হায়দার হোসেন, টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাত ও সাধারণ সম্পাদক প্রসূন মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
নিজ জন্মভূমিতে সংবর্ধিত হতে পেরে সাংবাদিক নেতা সৈয়দ শুকুর আলী শুভ উচ্ছ্বাস প্রকাশ করেন।