রাজবাড়ী জেলা পুলিশে কর্মরত নায়েক মোস্তাফিজুর রহমান ও মোঃ আশরাফুল ইসলাম সহকারী উপ-পরিদর্শক(এএসআই) পদে পদোন্নতি পাওয়ায় গতকাল ১৬ই এপ্রিল সকালে আনুষ্ঠানিকভাবে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম (সেবা)।
 এরপর পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদেরকে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনাও প্রদান করেন তিনি।
 এ সময় পুলিশ সুপার পদে পদোন্নোতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম ও অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার উপস্থিত ছিলেন।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    