রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে গতকাল ১৯ই এপ্রিল উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ, পিপিএম(সেবা)। ম্যাচ শেষে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম(সেবা) বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত রাখতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে যেটি মানুষের শরীর ও মন সতেজ রাখতে সাহায্য করে। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।