ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
রাজবাড়ী পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-১৯ ১৯:৪৫:৪৭

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে গতকাল ১৯ই এপ্রিল উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ, পিপিএম(সেবা)। ম্যাচ শেষে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম(সেবা) বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত রাখতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে যেটি মানুষের শরীর ও মন সতেজ রাখতে সাহায্য করে। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলার ১লক্ষ ৪৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল
রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ২টি ইটভাটা মালিককে ২লাখ টাকা জরিমানা
রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযান রামকান্তপুর থেকে বিদেশী পিস্তলসহ ১জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ