ঢাকা সোমবার, ফেব্রুয়ারী ১৭, ২০২৫
রাজবাড়ী পুলিশের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-১৯ ১৯:৪৫:৪৭

রাজবাড়ী জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে গতকাল ১৯ই এপ্রিল উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রীতি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ, পিপিএম(সেবা)। ম্যাচ শেষে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ, পিপিএম(সেবা) বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত রাখতে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মব্যস্ত জীবনে একটু সময় বের করে খেলাধুলা ও শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে হবে যেটি মানুষের শরীর ও মন সতেজ রাখতে সাহায্য করে। এ সময় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিসা জটিলতায় রাজবাড়ী থেকে এ বছর মেদিনীপুরে যাচ্ছেনা ওরশ স্পেশাল ট্রেন
রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কাজী কুদ্দুস বাবু সভাপতি-শহিদুল ইসলাম হিরণ সেক্রেটারী
দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার মতিন রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি নির্বাচিত
সর্বশেষ সংবাদ