ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ২০জন প্রার্থীর মনোনয়ন দাখিল
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২১ ১৮:০৫:২৭

আসন্ন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদের বিপরীতে গতকাল ২১শে এপ্রিল ২০জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন। 
এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী ও যুবদল নেতা এডঃ নেকবর হোসেন মনি।
এছাড়াও ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি গণেশ মিত্র, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি নাহিদুল আলম রাজু, জাকের পার্টির নেতা ও মূলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুসল্লী, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ ইয়াসির আরাফাত রামিম, মোঃ মোহন মোল্লা, মোঃ রায়হান চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য রাশেদুল হক অমি, মোঃ শাহিন মোল্লা ও সদর উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা হরিপদ সরকার রানা অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। 
অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম, মোছাঃ কোহিনুর বেগম, মোছাঃ চম্পা খাতুন, মোছাঃ মর্জিনা বেগম, লুৎফুন নাহার, শাহিনুর আক্তার ও হামিদা বেগম।
জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল এবার তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। গত সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় উপজেলা চেয়ারম্যান অডঃ ইমদাদুল হক বিশ্বাসকে পদত্যাগ করতে হয়। এরপর থেকে মোঃ রকিবুল হাসান পিয়াল ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রাজবাড়ী সরকারী কলেজের জিএস ছিলেন। 
অপরদিকে, বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী জেলা আওয়ামী লীগের একজন প্রবীণ নেতা। ১৯৭৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের ৩ বার সাধারণ সম্পাদক এবং ৩ বার সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সদস্য। তিনি বিভিন্ন সমাজিক কর্মকান্ডের পাশাপাশি কমিউনিটি পুলিশিং ফোরাম রাজবাড়ী সদর উপজেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 
এছাড়াও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এডঃ নেকবর হোসেন মনি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। 
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ২১শে মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল গতকাল ২১শে এপ্রিল, যাচাই বাছাই হবে ২৩শে এপ্রিল, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩০শে এপ্রিল। যাচাই বাছাই শেষে আগামী ২রা মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে 
রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম জানান, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান(পুরুষ) পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ