রাজবাড়ী জেলা ট্রাফিক অফিস গতকাল ২৩শে এপ্রিল সকালে বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা)।
এ সময় জেলা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শনের সময় বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন ও করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান, ট্রাফিক পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল সহ ট্রাফিক পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।