‘সবার জন্য প্রয়োজন ৪৫দিনের মধ্যে জন্ম মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৪শে এপ্রিল দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভার সভাপতিত্ব করেন মিজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ টুকু মিজি।
ইউনিয়ন পরিষদ সচিব সৈয়দ মেহেদী মাসুদের সঞ্চালনায় সভায় ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম বিশ্বাস, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ রাশিদা বেগম, সদস্য শাজাহান প্রামানিক, রোকন খান ও মোঃ কামাল হোসেনসহ ইউনিয়নের গ্রামপুলিশ বাহিনীর সদস্যসহ অন্যান্যরা সভায় অংশগ্রহন করেন।