বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার কমিটি গত ২৩শে এপ্রিল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম বক্তব্য রাখেন।
নবগঠিত কমিটিতে হাফিজা সুলতানাকে সভাপতি ও মুহাম্মদ জাকির হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কার্য নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মোঃ সবুজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মাসুদ রানা, কোষাধ্যক্ষ পদে মোঃ সবুজ মোল্লা, দপ্তর সম্পাদক পদে মোঃ আরিফুল ইসলাম, ধর্মীয় সম্পাদক পদে মোঃ সফিউল্লাহ সবুজ, সদস্য পদে সুলতান উদ্দিন আহমেদ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ মোশারফ হোসেন, মোঃ রুবেল শেখ, সুলতা রানী, মোঃ আনোয়ার হোসেন, সোহান শেখ, মাহফুজা খাতুন, পান্না আক্তার ও কামরুন নাহার নির্বাচিত হন।
বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার বিদায়ী সভাপতি মোঃ আব্দুর রহিম শেখ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
এসোসিয়েশন গোয়ালন্দ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম চানমিয়া, রাজবাড়ী জেলা কমিটির সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।