ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
বালিয়াকান্দিতে ইটভাটায় স’মিল স্থাপন করায় মালিকের জরিমানা
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৪-২৭ ১৯:০৪:১৮

বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা গ্রামে গতকাল ২৭শে এপ্রিল জেডবিআই ইটভাটায় করাত কল(স’মিল) স্থাপন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
 জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
 উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, আইন অমান্য করে ইটভাটায় করাত কল (স’মিল) স্থাপন করে গাছের গোলাই চেরাই করে কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (নিয়ন্ত্রণ)- ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের দায়ে ভাটার মালিক শাহিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ