ঢাকা সোমবার, মে ৫, ২০২৫
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে পাংশায় সুজনসহ ৩টি সংস্থার মানববন্ধন কর্মসূচী পালিত
  • মোক্তার হোসেন
  • ২০২০-১০-১০ ১৪:১৪:৩৯
ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে পাংশায় গতকাল শনিবার সুজনসহ ৩টি সংস্থার মানববন্ধন কর্মসূচী পালিত হয় -মাতৃকণ্ঠ।

দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল ১০ই অক্টোবর পাংশা শহরের দত্ত মার্কেটের সামনে সড়কে সুজন, বিকশিত নারী নেটওয়ার্ক ও জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরাম নামের ৩টি বেসরকারী উন্নয়ন সংস্থা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে ব্যানার সহকারে সংস্থার নেতৃবৃন্দ সেখানে সমবেত হয়। বেশকিছু সময় সেখানে অবস্থান করে তারা।

 

  কর্মসূচীতে সুজনের পাংশা উপজেলা কমিটির সভাপতি কে.এ দানিয়েল সিপার, বিকশিত নারী নেটওয়ার্কের সভানেত্রী জেসমিন সুলতানা, কন্যা শিশু এ্যাডভোকেসী ফোরামের পারভীন মোরশেদ ও দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়কারী আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন।

 
কালুখালীতে নাশকতার মামলায়ডাক্তার গোলাম নবী গ্রেফতার
 নতুন ভবনে সোনালী ব্যাংক গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স শাখার কার্যক্রম শুরু
 গোয়ালন্দে সর্বহারা নেতা সুশীল হত্যা মামলার আসামী গ্রেফতার
সর্বশেষ সংবাদ