ঢাকা রবিবার, মার্চ ২৩, ২০২৫
বেলগাছি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-২৮ ১৫:২৮:১৮

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি বাজারস্থ দুই দোকানীকে গতকাল ২৮শে এপ্রিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৫হাজার টাকা জরিমানা করা হয়। 
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। 
 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বেলগাছি খানগঞ্জ বাজারস্থ মানিক স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১হাজার টাকা ও মেসার্স অনিক মেডিকেল হলকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ৪হাজার টাকা জরিমানা করা হয়।  
 এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

বালিয়াকান্দিতে বিনামূল্যে ভিজিএফ চাল পেল ১৫ হাজার ৭২২টি অসহায় পরিবার
রাজবাড়ী সদর উপজেলার ৪টি ইউনিয়ন বিএনপির আয়োজনে আলাদীপুরে ইফতার মাহফিল
কালুখালী উপজেলার মদাপুরে ৬বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ১ব্যক্তি গ্রেফতার
সর্বশেষ সংবাদ