ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
বালিয়াকান্দিতে চলাচলকারী অবৈধ যানবাহন প্রতিনিয়ত ঘটাচ্ছে দুর্ঘটনা॥নির্বিকার প্রশাসন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৫-০১ ২২:৫৩:৩৯

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সড়কে অবাধে চলছে অবৈধ যান। কৃষি জমি থেকে মাটি কেটে এসব যানবাহনে করে নেওয়া হচ্ছে ইটভাটায়। এসব যান সড়কে দ্রুতগতিতে চলাচল করায় দুর্ঘটনার আতঙ্কে থাকেন পথচারীরা। 
 জানা গেছে, বালিয়াকান্দির ৭টি ইউনিয়নে প্রায় ১২টি ইটভাটা রয়েছে। প্রতিটি ইটভাটার মালিকানায় ও ভাড়ায় ৫ থেকে ১০টি ট্রাক্টর-ডাম্প ট্রাক রয়েছে। এসব গাড়িতে বিভিন্ন মাঠের কৃষি জমি থেকে মাটি তুলে ইটভাটায় আনা হয়। 
 কৃষি কাজের জন্য ভারতসহ বিভিন্ন দেশ থেকে আনা ট্রাক্টর স্থানীয়ভাবে কাঠামো তৈরি করে অবৈধ ট্রাক্টরে রূপান্তর করা হয়। এসব গাড়ি চালানোর জন্য নসিমন, করিমন ও ভ্যান চালকদের বেছে নেওয়া হয়। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। 
 অভিযোগ রয়েছে, অধিকাংশ দুর্ঘটনার শিকার ব্যক্তির পরিবারের সঙ্গে গাড়ির মালিকেরা স্থানীয়ভাবে মোটা অঙ্কে দফারফা করেন। 
 বালিয়াকান্দি সদরের চার রাস্তার মোড়, জাবরকোল, তেঁতুলিয়া, জামালপুর ও কালিবাড়ি গিয়ে দেখা গেছে, কাগজপত্র ছাড়া অবৈধ ট্রাক্টর, নসিমন, ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবাহন সড়ক দিয়ে বেপরোয়া গতিতে ছুটে চলেছে। বেশির ভাগ যানবাহনেই মাটি পরিবহন করায় সড়কে কাদামাটি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে।
 একটি ইটভাটার ট্রাক্টরের চালক সবুজ শেখের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘এই গাড়ির কাগজ হয় না। এভাবেই চালাতে হয়। আর আমরা শ্রমিক, এই কাজ না করলে পেটে ভাত জুটবে না।’ 
 স্থানীয় বাসিন্দা মজনু মিয়া বলেন, ‘সড়ক দিয়ে হাঁটতেও এখন ভয় হয়। ট্রাক্টর, ডাম্প ট্রাকসহ বিভিন্ন গাড়ির এত গতি থাকে তাতে যখন-তখন দুর্ঘটনা ঘটতে পারে। তাঁদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’ 
 ভালো বেচাকেনার আশায় সড়কের পাশে মুদি দোকান দিয়েছেন ব্যবসায়ী আক্কাস আলম। তিনি বলেন, ‘মাটি টানা গাড়ির কারণে দোকানের মালপত্র সব ধুলোয় একাকার হয়ে যায়। পণ্য সামগ্রী প্রতি বেলায় পরিষ্কার করতে হয়।’ 
 মোটর সাইকেল চালক বিপ্লব বিশ্বাস বলেন, ‘প্রতিদিন বাড়ি থেকে বাজার পর্যন্ত বেশ কয়েকবার যেতে হয়। কিন্তু সড়ক দিয়ে চলা এসব অবৈধ যানবাহনের কারণে ভয়ে থাকি, বেপরোয়া গতি থাকায় খুবই ভয়ংকর লাগে।’ 
 বছরে অন্তত একবার চালকদের গাড়ি চালনার ওপরে সচেতনতামূলক প্রশিক্ষণ দরকার বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রাইভেট কারের চালক।
 তিনি বলেন, ‘ট্রাক্টরসহ অবৈধ গাড়ি চালকদের গতি থাকে খুবই বেশি এতে আমাদের মতো লাইসেন্সধারী চালকদের হিমশিম খেতে হয়।’ 
 বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান বলেন, ‘অবৈধ গাড়ি আটক করে সংশ্লিষ্টদেরকে সতর্ক করি। যেন রাস্তায় আইন মেনে তাঁরা গাড়ি চালান। অতিরিক্ত গতিতে গাড়ি না চালান।’ 
 বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘জেলা ট্রাফিক বিভাগ এই বিষয়ে কাজ করে। তবে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঝে মধ্যেই অভিযান পরিচালনা করেন।’ 
 কৃষি যন্ত্রচালিত গাড়ি সড়কে কীভাবে চলে এবং সেই গাড়ি প্রশাসন ধরলেও ছাড়া পায় কীভাবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি আমরা দেখব যেন কোনো অবৈধ গাড়ি ছাড়া না পান।’

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ