ঢাকা শুক্রবার, মে ১৭, ২০২৪
পাংশায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে উপজেলা নির্বাচনের দাবীতে মতবিনিময়
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-০২ ১৭:৫০:৪৩

পাংশা উপজেলা নাগরিক সমাজের আয়োজনে সন্ত্রাসমুক্ত-অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে আসন্ন পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের দাবীতে গতকাল ২রা মে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
 পাংশা উপজেলা নাগরিক সমাজের যুগ্ম আহবায়ক ও পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে এবং নাগরিক সমাজের অপর যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খানের উপস্থাপনায় মতবিনিময় সভায় পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি নিখিল দত্ত, বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, পাংশা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দীপক কুন্ডু, লেখক ও গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, চরঝিকড়ী মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক নূরে আলম সিদ্দিকী মামুন, পাংশা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী, ফল ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ও রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগর, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, রতন মাহমুদ ও মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, আগামী ৮ই মে পাংশা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা সন্ত্রাসমুক্ত-অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন দেখতে চায়। সন্ত্রাসী কর্মকান্ড বা পেশী শক্তি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা কাম্য নয়। এ লক্ষ্যে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। 
 মতবিনিময় সভায় নাগরিক সমাজের সদস্যবৃন্দ এবং স্থানীয় বেভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা মুন্সীর পথসভা
বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদে শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী
গোয়ালন্দে ভোট গ্রহণ কর্মকর্তাদের  সাথে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ