আসন্ন ২১শে মে অনুষ্ঠিতব্য রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান পিয়াল গতকাল ১৬ই মে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে রাজবাড়ী শহরের বিভিন্ন এলাকায় ও বাজারে প্রচারণা চালিয়েছেন। এ সময় কর্মী ও সমর্থকরা ‘দোয়াত-কলম’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান পিয়াল তার নির্বাচনী অফিস শহরের সিঙ্গারের মোড় থেকে সকাল ১১ টায় ২শতাধিক কর্মী-সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে রাজবাড়ী বড় বাজারে উদ্দেশ্যে যায়। এরপর রাজবাড়ী শহরের ১নং রেলগেট, হাজী মার্কেট, টিনপট্টি, ঝালাই পট্টি, ঘোষ পট্টি, কাপড় বাজার, কাঁচাবাজার, ফল বাজার, দুধ বাজারসহ কয়েকটি জায়গায় গণসংযোগ চালায় এবং ভোটারদের কাছে ‘দোয়াত কলম’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ রকিবুল হাসান পিয়াল বলেন, আগামী ২১শে মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে আমি ‘ দোয়াত-কলম’ প্রতীক নিয়ে লড়ছি। আমি গত নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলাম। এছাড়াও আমি ৩মাসের বেশি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। আমি সবসময় গরীব, দুঃখী, মেহনতি মানুষের পক্ষে কাজ করি, খেটে খাওয়া মানুষের হয়ে কাজ করি। রাজবাড়ী সদর উপজেলাবাসী আমার পক্ষে আগামী ২১শে মে রায় দিবে। আমি আশাবাদী আগামী ২১শে মে নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ।