রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধান, পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২১৫০ জন কৃষকের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১০ই এপ্রিল সকাল সাড়ে ৯টায় বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে ধান, পাট বীজ ও সার বিতরণ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান।
জানা গেছে, ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৩০০জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে উন্নত জাতের উফশী আউশ ধান বীজ ও ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
এছাড়া উপজেলার আরো ১৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ, ৫কেজি এমওপি সার ও ৫ কেজি ডিএপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।