রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর নারীদের পুনর্বাসনের লক্ষ্যে গতকাল ১০ই এপ্রিল বিকালে উঠান বৈঠক ও দৌলতদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জায়গা পরিদর্শন করা হয়েছে।
যৌনকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস)-এর উদ্যোগে মুসলিম চ্যারিটি ইউকে ও গোয়ালন্দ উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্থান পরিদর্শন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, গোয়ালন্দ ঘাট থানা প্রতিনিধি এসআই মোঃ সেলিম ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুসলিম চ্যারিটি ইউকে’র মনিটরিং অফিসার মাসুদ রানা, দৌলতদিয়া ইউনিয়ন বিএপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সুলতান উদ্দিন আহম্মেদ, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক জাহিদ সরদার, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।