ঢাকা শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫
ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ জহুরুল হকের গণসংযোগ
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৫-১৬ ১৫:২৩:২০

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ (দ্বিতীয় ধাপের) নির্বাচনের প্রচারণার শেষ মুহুর্তে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ও রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোহাম্মদ জহুরুল হক গণসংযোগে ব্যস্ত সময় পাড় করছেন। 

 গতকাল ১৬ই মে সকাল থেকে বিকাল পর্যন্ত এডঃ খান মোহাম্মদ জহুরুল হক তার কর্মী সমর্থকদের নিয়ে রাজবাড়ী শহরের ১নং রেলগেট হয়ে  বড় বাজারের হাজী মার্কেট, টিনপট্টি, পালপট্টি, পান বাজার, চুড়ি বাজার, মাছ বাজার, মাংস বাজার, চাউল বাজার, তরকারি বাজার, আড়ৎপট্টি, দুধ বাজার, কাপড় বাজারসহ বিভিন্ন বাজার ব্যবসায়ী, রিকসা চালক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ, দোয়া ও ‘মাইক’ প্রতীকে ভোট কামনা করেন।

 এ সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী এডঃ খান মোহাম্মদ জহুরুল হক বলেন, আসন্ন নির্বাচনে আমরা শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। এখন পর্যন্ত এ উপজেলার কোথাও কোন নির্বাচন সহিংসতা বা আপত্তিকর কোন ঘটনা ঘটেনি। আমি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, নির্বাচন সুষ্ঠু হলে আমার প্রতীক ‘মাইক’ বিপুল ভোটে জয়লাভ করবে।

 উল্লেখ্য, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ(দ্বিতীয় ধাপের) নির্বাচন আগামী ২১শে মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা  তোফাজ্জেলের বিরুদ্ধে পৌর কর্মচারীদের বিক্ষোভ
চন্দনীতে গৃহবধু তামান্না হত্যার ঘটনায় পুলিশ সদস্যর গ্রেফতার ফাঁসির দাবিতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ