১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে পাংশা উপজেলা গঠিত। ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী ৮ই মে।
পোস্টারিং, মাইকিং, পথসভাসহ প্রচার প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পাংশা উপজেলা। গ্রাম-শহরে প্রচার প্রচারণার শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন খন্দকার সাইফুল ইসলাম বুড়ো(মোটর সাইকেল) ও মোঃ ফরিদ হাসান ওদুদ(আনারস), ভাইস চেয়ারম্যান পদে ৫জন একেএম সাইফুল মোর্শেদ রিংকু(তালা), খান মোহাম্মদ ওবায়দুল হক(চশমা), হোসেন সরদার(টিয়া পাখি), রফিকুল ইসলাম(টিউবয়েল) ও মোঃ জালাল উদ্দিন(উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা খাতুন(হাঁস), দিলরুবা পারভীন ইতি(ফুটবল) ও সাবরিন পারভীন শেলী(কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাংশা উপজেলা নির্বাচনে ভোটার সংখ্যা ২লাখ ২৬হাজার ১শ’। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ১০হাজার ১৮৭জন এবং মহিলা ভোটার ১লাখ ৫হাজার ৯১১ জন। মহিলার চেয়ে পুরুষ ভোটার ৪হাজার ২৭৬জন বেশি। নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫টি।