ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ২১, ২০২৫
গোয়ালন্দে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে উত্তাপ নেই
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৫-১৯ ১৫:১৩:১৮

রাত পোহালেই ২১শে মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে শেষ সময়ে জমে উঠেছে প্রচারণা।

 গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অনেকটা একপেশে নির্বাচন হচ্ছে। চেয়ারম্যান পদে নেই তেমন কোন উত্তাপ। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জনগণের মাঝ থেকে।

 জানা গেছে, গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে লড়ছেন সদ্য সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোস্তফা মেটাল  ইন্ডাস্ট্রিজ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক।

 তার সাথে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম খান।

 অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীক নিয়ে লড়ছেন সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান চৌধুরী। আসাদ গোয়ালন্দ উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 তার সঙ্গে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি এবিএম বাতেন। বাতেন বিগত উপজেলা নির্বাচনে আসাদের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। 

 এই দু’জনের পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে টিউবয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ। তিনি উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। 

 অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান। সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন (প্রতীক ফুটবল), সালেহা আক্তার বুলবুলি(প্রতীক হাস) ও আফরোজা রাব্বানী(কলস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 ধারণা করা হচ্ছে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় ত্রিমুখী লড়াই হবে।

 সরেজমিন ভোটারদের সাথে আলাপকালে ও বিভিন্ন সূত্র জানা যায়, এবার চেয়ারম্যান পদে মূলত একপেশে নির্বাচন হচ্ছে। উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী অঙ্গসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পেশা জীবি সংগঠন ও সাধারণ ভোটাররা পর্যন্ত মোস্তফা মুন্সীর পক্ষে মাঠে নেমে দিনরাত কাজ করে চলছেন। তিনি নিজেও দিনরাত একাকার করে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। তাছাড়া বিগত সাড়ে তিন বছর তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন সেবামূলক কাজ করেছেন। তার প্রাপ্য সরকারী সম্মানীর টাকা নিজে গ্রহণ না করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের মাঝে দান করে গেছেন। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। এভাবে বিনয়ী, সদালাপী ও নিরহংকারী মোস্তফা মুন্সী অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে সাধারণ জনগণের ও দলীয় নেতৃবৃন্দ আশা করছেন।

 ভোটাররা মোস্তফা মুন্সীর উদ্দেশ্যে বলেন, বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজেও অংশ নেন নিয়মিত। তাই সৎ, যোগ্য, দানবীর ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে ভোটার ও নেতাকর্মীদের কাছে পরিচিতিও তার বেশি। তিনি মানুষের উপকার করেছেন বলে আজ তার ডাকে সাড়া দিচ্ছেন, অন্য প্রার্থীর চেয়ে মোস্তফা মুন্সীর গণজোয়ার বইছে প্রতিটি পাড়া মহল্লায়।

 আলাপকালে মোস্তফা মুন্সী বলেন, আমি প্রথম বার সাড়ে তিন বছর উপজেলা চেয়ারম্যান থেকে কতটা উন্নয়ন করেছি, তা জনগণ দেখেছে। সাধারণ মানুষের চাহিদা কি সেটা আমার কাছে স্পষ্ট। আমি নিজের জন্য নয়, কাজ করে যাচ্ছি সাধারণ মানুষের জন্য। তিনি আরো বলেন, নেতা নয় একজন সেবক হিসেবে মানুষের জন্য কাজ করবো। বিগত নির্বাচনে উপজেলাবাসী আমাকে মূল্যায়ন করেছিলেন। আমি সব সময় চেষ্টা করেছি তাদের মূল্যায়নটি ধরে রাখতে। তাই আশা করছি উপজেলাবাসী আগামী ২১শে মে অনুষ্ঠিতব্য গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে আবারো সেবা করার সুযোগ দিবেন। 

 অন্যদিকে শহিদুল ইসলাম খান বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের নিকট ভোট কামনা করছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। তিনি আত্মীয় ও বন্ধু-স্বজনদের নিয়ে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তবে তার পক্ষে দলীয় কিংবা নির্দলীয় উল্লেখযোগ্য কোন প্রচার প্রচারনা বা  সভা-সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে না। তার আশা, তিনি নিরব ভোট বিপ্লবের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হবেন।

 এদিকে উপজেলার সর্বত্র শান্তিপূর্ণ ভাবে প্রচার প্রচারনার কাজ চলছে।অদ্যবধি কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

 এ প্রসঙ্গে সহকারী রিটার্নিং অফিসার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে কোন বাধা-বিঘ্ন ছাড়াই প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। আশা করছি  আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। 

 উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে গোয়ালন্দ উপজেলায় মোট ৪১টি কেন্দ্রে ২২৯টি বুথ করা হয়েছে। নির্বাচনে ৪১ জন প্রিজাইডিং, ২৩০ জন সহকারী প্রিজাইডিং ও ৪৫৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও গোয়ালন্দ উপজেলার মোট ভোটার রয়েছে ১লক্ষ ১হাজার ১৪৩জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫১ হাজার ৭১২ জন ও নারীর ভোটারের সংখ্যা ৪৯ হাজার ৪৩১ জন।

 
গোয়ালন্দে লোটাস কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাংশায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি খৈয়মের নিন্দা
কালুখালীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ
সর্বশেষ সংবাদ