ঢাকা শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
বালিয়াকান্দিতে ১ম বার ভোট দিয়ে উচ্ছ্বসিত লাবনী
  • সুজন কুমার বিষ্ণু
  • ২০২৪-০৫-২১ ১৬:১২:৫১

 ঘড়ির কাঁটায় সকাল সাড়ে ১১টা। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোটারদের কোন লাইন নেই। এরইমধ্যে ভোট কেন্দ্রে ঢুকলেন এক তরুণী। চোখে-মুখে উচ্ছ্বাসের ছাপ দেখে প্রশ্ন করতেই জানালেন, জীবনে প্রথমবার ভোট দিতে এসেছেন। তাই অনেক খুশি তিনি।

 এই তরুণীর নাম লাবনী খাতুন(১৯)। তিনি পাইককান্দি গ্রামের ফরিদ খানের মেয়ে। ২০২৩ সালে বালিয়াকান্দি সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করে নার্সিংয়ে ভর্তি হওয়ার চেষ্টা করছেন লাবনী।

 ভোট দিয়ে বের হয়ে আগ্রহ নিয়ে লাবনী বলেন, জীবনের প্রথম ভোট দিতে এসেছি। ভোট কেন্দ্রে আসার আগে মানুষ বলছিল- কেন্দ্রে গিয়ে কী লাভ ? যেও না। কিন্তু এখানে এসে দেখেছি কোনো ঝামেলা নেই। সবাই সুন্দর পরিবেশে ভোট দিচ্ছে। আমিও সুন্দরভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। পছন্দের প্রার্থী যাতে জিততে পারেন এই প্রত্যাশা করছি।

 
দৌলতদিয়ার ৫-৬ নম্বর ফেরী ঘাটে পদ্মা নদীর ভাঙ্গন ঠেকাতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ
 বালিয়াকান্দিতে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে সেনা কর্মকর্তা
গোয়ালন্দে স্টুডেন্টস কমিউনিটির উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রা
সর্বশেষ সংবাদ