ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীতে বিএনপির প্রবীণ নেতা আফসার সরদারের দাফন সম্পন্ন
  • রফিকুল ইসলাম
  • ২০২৪-০৫-২৩ ০৬:২৬:৫৭

 রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আফসার আলী সরদার(৬৭) এর নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। 

 গতকাল ২২মে বেলা সাড়ে ১২টায় রাজবাড়ী পৌরসভার চত্ত্বরে প্রথম জানাযা ও দুপুর ২টায় ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাযা শেষে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর ২নং কবরস্থানে তাকে দাফন করা হয়। 

 জানা গেছে, সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, কাউন্সিলরগণ ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে  মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও জেলা জাসাস নেতাকর্মীরা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। 

 পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত ১লা মে তাকে ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর ঢাকায় স্কয়ার হাসপাতালে ও সর্বশেষ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গত ২১শে মে বিকালে তিনি মৃত্যুবরণ করেন। ঐদিন রাত ১২টার দিকে তার নিজ বাসভবনে মরদেহ আনা হয়।

 জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, বিএনপি নেতা মনজুরুল আলম দুলাল, চৌধুরী আহসানুল করিম হিটু, আহসান হাবিব, রাজবাড়ী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রকিবুল হাসান পিয়াল, এডঃ মোঃ উজির আলী শেখ, রাজবাড়ী জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মোঃ আবু সাঈদ তাইয়্যেবী, মরহুমের ভাই সবুর সরদার ও ছেলে আসাদুজ্জামান সরদার আসাদ বক্তব্য রাখেন। 

 জানাযার নামাজে ইমামতি করেন ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পাংশা সিদ্দিকা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা আওয়াবুল্লা ইব্রাহীম।

 
ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ