ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৫-২৩ ০৬:২৭:১৫

 রাজবাড়ী জেলার পাংশা সাব রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে গতকাল ২১শে মে সকালে ২০২৩-২০২৪ অর্থ বছরের আওতায় কর্মরত দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 প্রশিক্ষণ কর্মশালায় রাজবাড়ী জেলা রেজিস্ট্রার সাজেদুল হক ও পাংশা সাব-রেজিস্ট্রার মোঃ মোমেন মিয়া বিষয় ভিত্তিক আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন নকল নবীশ মোঃ আল আমীন। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন নকল নবীশ মোঃ হাফিজুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি সুব্রত কুমার দাস সাগর।

 অফিস সহকারী মনজুয়ারা খানম ও বিটি এ্যাক্ট টিপু সুলতানসহ পাংশা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নে সহযোগিতা করেন।

 পাংশা ও কালুখালী উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের আওতাধীন দেড় শতাধিক দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ