ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রাজবাড়ীর বিএনপি নেতা আফসার সরদারের ইন্তেকাল মহাসচিব মির্জা ফখরুলের শোকবার্তা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-২৩ ০৬:২৮:১৬

 রাজবাড়ী জেলা বিএনপির প্রবীণ নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আফসার আলী সরদার(৬৭) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 মরহুম আফসার আলী জেলা বিএনপির সদস্য ও রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।  

 জানা গেছে, গত ২১শে মে বিকালে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 গতকাল ২২শে মে বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক এডঃ মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীর ভাবে বিশ্বাসী মরহুম আফসার আলী সরদার রাজবাড়ী জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে মনে প্রাণে কাজ করে গেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসী নিকট স্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন সজ্জন ও বিনয়ী স্বভাবের মানুষ। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম আফসার আলী সরদারকে বেহেস্ত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

 বিএনপি মহাসচিব শোকবার্তায় আফসার আলী সরদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

 জানা গেছে, জেলা বিএনপির নেতা আফসার আলী সরদার ক্যান্সারে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আফসার সরদার ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির একজন ত্যাগী নেতা। ২০১২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত তার নামে রয়েছে অসংখ্য গায়েবি মামলা। তিনি রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে অনেক জেলও খেটেছেন। জেলা বিএনপিকে সুসংগঠিত করতে তার অবদান অপরিসীম। 

 গতকাল ২২শে মে দুপুর ২টায় রাজবাড়ী ভবানীপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় তাকে শেষ শ্রদ্ধা জানান রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলি নেওয়াজ মাহমুদ খৈয়মসহ জেলা বিএনপি ও জেলা সর্বস্তরের মানুষ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী এবং শুভাকাক্সক্ষী রেখে গেছেন। 

 
ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ