পবিত্র হজ্ব পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে ৮৭টি ফ্লাইটে ৩৪ হাজার ৭৪১ জন হজ¦যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
গতকাল ২২মে মে হজ¦ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৩৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২০টি হজ¦ ফ্লাইটে মোট ৩৪ হাজার ৭৪১ জন হজ¦যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারী ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন হজ¦যাত্রী সৌদি আরব গিয়েছেন।
এ বছর সরকারী ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৮৫ জন হজ¦যাত্রী সৌদি আরব যাবেন বলে হজ¦ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। এরমধ্যে ৮৪ হাজার ২৪ জনের নামে ভিসা ইস্যু হয়েছে।
বাংলাদেশ হজ¦ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা আবদুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে হজ¦ প্রশাসনিক দলের এক নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে হজ¦ চিকিৎসক দলের উপ-দল নেতা এবং হজ¦ আইটি দলের দলনেতা মক্কায় অবস্থিত হাসপাতালগুলো পরিদর্শন করেন এবং বাংলাদেশ থেকে আগত ভর্তিকৃত হজ¦যাত্রীদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নেন।
সৌদি আরবে সর্বমোট ৩ জন হজ¦যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২জন ও মদিনায় ১জন হজ¦যাত্রী ইন্তেকাল করেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে ৪ হাজার ৩৮৯ জন চিকিৎসা নিয়েছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১৬ই জুন পবিত্র হজ¦ অনুষ্ঠিত হবে। আগামী ১০ই জুন পর্যন্ত হজ¦ ফ্লাইট পরিচালিত হবে। গত ৯ই মে প্রথম হজ¦ ফ্লাইট শুরু হয়। আগামী ২০শে জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে বলে জানানো হয়।