রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন গতকাল ২৮শে মে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসূদন সাহা।
তিনি জানান, এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০৯ জন। এদের মধ্যে ৪৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সাধারণ অভিভাবক সদস্য পদে মোঃ রুবেল ব্যাপারী ৩৫৭ ভোট পেয়ে প্রথম, কামরুজ্জামান আলাল ৩৩০ ভোট পেয়ে দ্বিতীয়, রিয়াজুল ইসলাম সুজন মৃধা ২৩৫ ভোট পেয়ে তৃতীয় ও মোঃ জসিম উদ্দিন কাজী ২২৯ ভোট পেয়ে চতুর্থ হন। এছাড়া ২১০ ভোট পেয়ে কাজী লুৎফর রহমান পরাজিত হন।
নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দায়িত্ব পালন করেন।