ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
সুলতানপুর ইউপিতে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৫-২৯ ০৭:০৬:৩৯

 আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেছে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ । 

 গতকাল ২৮শে মে দুপুরে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান মোঃ আশিকুর রহমানের সভাপতিত্বে খসড়া বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ জহির উদ্দিন।

 জানা গেছে, এবারের খসড়া বাজেটে মোট আয় ১ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ৮৭২ টাকা ও মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৬৮ টাকা। এতে উদ্বৃত্ত থাকবে ৫১ হাজার ৪০৪ টাকা।

 সভায় অতিথি হিসেবে মোঃ রোকনুজ্জামান বেপারী, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা বক্তব্য রাখেন।

 বাজেট সভায় সুলতানপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আকলিমা বেগম, জাহানারা বেগম, রেহেনা আক্তার, ইউপি সদস্য মোঃ বাকাউল হোসেন মিয়া, জাহিদ প্রামানিক, আঃ ছালাম শেখ, আবুল কালাম মোল্লা, আবুল বাশার মৃধা, মোঃ আমজাদ বিশ্বাস, ফরহাদ শেখ, ওহাব মোল্লা ও সাইফুল ইসলামসহ গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ