রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা খাদ্য গুদামে সরকারীভাবে শুরু হয়েছে বোরো ধান চাল ও গম ক্রয় কার্যক্রম। গতকাল ২৮শে মে সকালে কয়ে কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
এ সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুরাদ আলী ও মিলার হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, এ বছর ৪৫ টাকা কেজি দরে ৫৯ টন চাল, ৩২ টাকা কেজি দরে ৩১৪ টন ধান এবং ৩৪ টাকা কেজি দরে ১২৮ টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ধান ও গম সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাল নির্ধারিত মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে।