বালিয়াকান্দি উপজেলাতে গতকাল ২৯শে মে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে অগ্নিকান্ড, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্তদের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন।