ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
গোয়ালন্দ উপজেলা ও পৌর কৃষক লীগের আলোচনা ও পরিচিতি সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৬-০১ ১৪:৪৫:৫৮

 “কৃষক বাঁচাও দেশ বাঁচা”-এ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও পৌর আহবায়ক কমিটির পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 গতকাল ১লা জুন বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড নবুওছিমুদ্দিন পাড়া তরিকুল ইসলাম তরিকুল্লা মেম্বারের বাড়ীতে এ আয়োজন করা হয়।

 সভায় জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান কমিটির সকল সদস্যকে উপস্থিত নেতৃবৃন্দদের সামনে পরিচয় করিয়ে দেন।

 উপজেলা কৃষক লীগের(ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আবুল হোসেন প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আবু বককার খান। 

 প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল হোসেন বাবলু। 

 এ সময় অতিথি হিসেবে জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ আব্দুল মমিন শেখ, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন মোল্লাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 অপরদিকে, গোয়ালন্দ পৌর কৃষক লীগের আহবায়ক মোঃ আব্দুর রহিম প্রামানিক ও আইয়ুব রানাকে সদস্য সচিব করে গঠিত ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। 

 পরিচিতি সভা শেষে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কৃষকলীগের নেতৃবৃন্দ।

 

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ