রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে গত ২৯শে মে সকালে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান সোহানের সভাপতিত্বে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ এনামুল হাসান।
জানা গেছে, ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় ১ কোটি ২৭লক্ষ ৩০ হাজার ৫৩৬ টাকা ও মোট ব্যয় ১ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ৬২৭ টাকা ধরা হয়েছে। এতে করে উদ্বৃত্ত থাকবে ৪ লক্ষ ৮৪ হাজার ৯০৯টাকা।
এ উন্মুক্ত খসড়া বাজেট সভায় ইউনিয়নের দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।