ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
খানগঞ্জ ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
  • মাহফুজুর রহমান
  • ২০২৪-০৬-০৩ ০৫:৩৪:৩৪

রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে গত ২৯শে মে সকালে ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান সোহানের সভাপতিত্বে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ এনামুল হাসান।

 জানা গেছে, ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের মোট আয় ১ কোটি ২৭লক্ষ ৩০ হাজার ৫৩৬ টাকা ও মোট ব্যয় ১ কোটি ২২ লক্ষ ৪৫ হাজার ৬২৭ টাকা ধরা হয়েছে। এতে করে উদ্বৃত্ত থাকবে ৪ লক্ষ ৮৪ হাজার ৯০৯টাকা। 

 এ উন্মুক্ত খসড়া বাজেট সভায় ইউনিয়নের দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ