রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ২৭টি পরিবারের মাঝে গতকাল ৩রা জুন দুপুরে ২৮ বান্ডিল ঢেউটিন ও ৩হাজার টাকার করে চেক বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা চত্ত্বরে অসহায়দের মাঝে টিন ও চেক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলার চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।