ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
গ্রাম পুলিশ সদস্য মনিরুলকে গুলি করে হত্যার চেষ্টা মামলার ৫ আসামী গ্রেপ্তার
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-০৯ ১৭:২৪:১৮

 রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৭ ও ৮ই জুন দু’দিনে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা ও পাংশা থানা এবং কুষ্টিয়ার খোকসা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাংশার আলোচিত কলিমহর ইউপির গ্রাম পুলিশ সদস্য মোঃ মনিরুল শেখ (৩৫)কে গুলি করে হত্যার চেষ্টা মামলার ৫জন আসামীকে গ্রেফতার করেছে।
 ধৃত আসামীরা হলো- কুষ্টিয়ার খোকসা উপজেলার শেখপাড়া বিহারিয়া গ্রামের মোঃ বকুল মন্ডলের পুত্র মোঃ সাব্বির মন্ডল(২৪), পাংশার কলিমহর ইউপির দক্ষিণ খোর্দ্দবসা গ্রামের মোঃ ওমর আলী মোল্লার পুত্র মোঃ জীবন মোল্লা (২৫), একই গ্রামের মৃত আবু কালাম মোল্লার পুত্র মোঃ তালেব মোল্লা(২২), চরকলিমহর গ্রামের মোঃ আজিজ মন্ডলের পুত্র মোঃ সোহেল মন্ডল(৩৪) ও একই গ্রামের মৃত মজিবর রহমান অরফে মোজাম্মেলের পুত্র মোঃ সোহেল মন্ডল (৩২)।
 জানা যায়, কলিমহর ইউপির ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মোঃ মনিরুল শেখ (৩৫) গত ১জুন দিনগত রাত পৌনে ১২টার দিকে নিজ বাড়িতে অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়। অস্ত্রধারী সন্ত্রাসীরা গ্রাম পুলিশ সদস্য মনিরুল শেখকে গুলি করে হত্যার চেষ্টা করে। সন্ত্রাসীদের গুলিতে মনিরুল শেখের বাম পায়ের গোড়ালী এবং বাম হাত রক্তাক্ত জখম হয়।
 এ ঘটনায় গত ৪ঠা জুন গ্রাম পুলিশ সদস্য মোঃ মনিরুল শেখের পিতা করম আলী শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ১০/১২ জন দুষ্কৃতিকারী আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-৬, ধারাঃ ১৪৩/৪৪৭/৩৮৫/৩০৭/৩২৬/৩২৫/৩৭৯/৫০৬ পেনাল কোড।
 মামলার এজাহারে মোঃ করম শেখ উল্লেখ করেন, তিনি একজন কৃষক এবং তার বড় ছেলে মোঃ মনিরুল শেখ কলিমহর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। মনিরুল পৈত্রিক বাড়ী হতে পূর্ব দিকে হাফ কিলোমিটার দূরে বসাকুষ্টিয়া গ্রামে নতুন বাড়ী করে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করে আসছে। গত ২৮ শে মে রাত আনুমান ১১টার সময় সন্ত্রাসী বিকাশ বাহিনীর সদস্য অজ্ঞাতনামা ৮/১০ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী বসাকুষ্টিয়া গ্রামের করম শেখের সম্পর্কে নাতি ছেলে রেজাউল প্রামানিক(৩৮) পিতা মোঃ মোকাদ্দেস ওরফে মোকার বসত বাড়ীতে গিয়ে রেজাউল প্রামানিকের নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবী করে এবং একটি কাগজে সন্ত্রাসী বিকাশের মোবাইল নাম্বার ০১৮৭৮৪৯৫৭৩০ প্রদান করে ৩দিনের ভিতর চাঁদা না দিলে তাকে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়।
 রেজাউল প্রামানিক ঘটনাটি গ্রাম পুলিশ সদস্য মনিরুলকে জানালে সে বিট পুলিশ অফিসার এসআই তারিকুল ইসলামকে জানায়। গত ১লা জুন রাত অনুমান ১১টা ২০ মিনিটের সময় অজ্ঞাতনামা ১০/১২ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী পুনরায় রোউল প্রামানিকের বসত বাড়ীতে গিয়ে রেজাউল প্রামানিকের নাম ধরে ডাকাডাকি করতে থাকে। রেজাউল প্রামানিক তখন বাড়ীতে ছিল না। সন্ত্রাসীরা রেজাউলের ঘরের দরজা কুপিয়ে ফুটা করে ঘরের ভিতর ২রাউন্ড গুলি করে। রেজাউল প্রামানিকের স্ত্রী লিপি খাতুন  মোবাইল ফোনের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্য মনিরুলকে শেখকে জানায় তার বাড়ীতে অজ্ঞাতনামা ১০/১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী হামলা করছে। লিপি খাতুন যে মনিরুলকে মোবাইল ফোনে ঘটনাটি বলেছে শুনে সন্ত্রাসীরা মনিরুলের বসত ঘরের পাশে ওৎ পেতে থাকে। মনিরুল শেখ ১ জুন রাত অনুমান পৌনে ১২টার সময় প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য ঘর হতে বের হয়ে বারান্দায় আসলে ১০/১২ জন অজ্ঞাতনামা মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী মনিরুলের বসত বাড়ীর টিনের বাউন্ডারীর গেইট ভেঙ্গে বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে মনিরুলকে লোহার রড, হাতুড়ি, লোহার পাইপ দিয়ে এলোপাথারী মারপিটের ফলে মনিুল বারান্দায় পড়ে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীদের একজন মনিরুলের বাম পায়ের গোড়ালীতে পরপর কয়েকটি গুলি করে গুরুতর রক্তাক্ত জখম করে। মনিরুল ছটফট করতে থাকলে মনিরুলকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে মনিরুলের বাম হাতের কনুইয়ের উপর লেগে মাংসের ভেতর গুলি ভেদ হয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়।
 এদিকে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক-নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৭ ও ৮ই জুন উল্লেখিত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫জন আসামীকে গ্রেফতার করে। আসামীরা পুলিশের কাছে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 পুলিশ জানায়, আসামী মোঃ সাব্বির মন্ডলের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা, ২টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা আছে। আসামী জীবন মোল্লার বিরুদ্ধে ১টি অস্ত্র মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি চুরি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ