ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
ঈদুল আযহার পর আজ থেকে সরকারী অফিস খুলছে॥চলবে নতুন সময় অনুযায়ী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৬-১৮ ১৮:৩৬:১৮

পবিত্র ঈদুল আযহার ছুটির পর আজ ১৯শে জুন থেকে সরকারী অফিস খুলবে। দেশের সব সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
 পবিত্র ঈদুল আযহার ছুটির পর, প্রথম কর্মদিবস থেকে নতুন এ অফিস সময়সূচি কার্যকর হচ্ছে। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারী ও স্টক মার্কেট চলবে। গত ৩রা জুন মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
 প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।
 বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ই নভেম্বর থেকে সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এখন আবার আগের সময়সূচিতে ফিরছে অফিস সময়।
 এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।
 এখন কী কারণে অফিস সময় পুনঃনির্ধারণ করা হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটিই তো স্বাভাবিক ছিল। দিনে ৮ ঘন্টা কাজ হবে। ৫ দিনে ৪০ ঘন্টা। এতোদিন ৩৫ ঘন্টা কাজ হতো, কিন্তু সেটি বিশেষ ব্যবস্থা ছিল। এখন আবার মূল অবস্থায় আসা হলো।
 

 পিপিপি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে ঢাকা-টোকিও আলোচনা
চারদিনের সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ ঢাকা আসছেন
বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া
সর্বশেষ সংবাদ