ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পদ্মা বহুমুখী সেতুতে এবারের ঈদে ৯দিনে ২৯ কোটি ৩১ লক্ষাধিক টাকা টোল আদায়
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৪-০৬-১৯ ১৬:৪৬:৩৯

 পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ৯দিনে যানবাহন থেকে পদ্মা বহুমুখী সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে ।

 গত ১০ থেকে ১৮ই জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ(বিবিএ)।

 বিবিএ’র অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রার এই ৯দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯টি যানবাহন পারাপার হয়ে।

 তিনি জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ই জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকার টোল। ১৫ই জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ই জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা।  ১৭ই জুন ঈদের দিন টোল আদায় হয়েছে ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা ও ১৮ই জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা।

 এর আগে গত ১০ই জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ই জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ই জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ই জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা। এই সময়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।

 একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।

 

চলমান জিটুজি প্রকল্প নিয়ে পিপিপি’র সাথে রয়্যাল ড্যানিশ এ্যাম্বাসী ও মায়েরস্ক’র প্রতিনিধিদের বৈঠক
আওয়ামী লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেফতার ঃ প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের
সর্বশেষ সংবাদ