ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশায় অডিটর প্রদীপকে গুলি করে হত্যা চেষ্টা মামলায় জাকিরকে গ্রেপ্তার॥কোর্টে স্বীকারোক্তি
  • মোক্তার হোসেন
  • ২০২৪-০৬-২১ ১৬:২৬:০৯

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির পাঁচবাড়ীয়া গ্রামে ৫ লাখ টাকা চাঁদার দাবীতে অডিটর প্রদীপ কুমার মন্ডলকে গুলি করে হত্যা চেষ্টা মামলার সোহানুর রহমান ওরফে জাকির শেখ (৩৩)কে গত ১৫ই জুন নরসিংদী জেলার সদর থানার মাধবদী এলাকা থেকে থানা পুলিশ গ্রেফতার করেছে।

 ধৃত জাকির শেখ কশবামাজাইল ইউপির নাদুরিয়া-লোহাবাড়ীয়া গ্রামের মৃত নাছির উদ্দিন শেখের পুত্র।

 জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) স্বপন কুমার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই মোঃ রবিউল ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরদিন ১৬ই জুন আসামী সোহানুর রহমান ওরফে জাকির শেখকে পাংশা মডেল থানা থেকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে।

 মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, আসামী সোহানুর রহমান ওরফে জাকির শেখের বিরুদ্ধে ১টি অপহরণ মামলা ও অপর ১টি মারামারি মামলা রয়েছে। অডিটর প্রদীপ মন্ডলকে চাঁদার দাবীতে গুলি করে হত্যা চেষ্টা মামলার অপরাপর আসামীদের গ্রেফতার এবং ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 উল্লেখ্য, প্রদীপ কুমার মন্ডল(৩৯) রাজবাড়ী জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর পদে চাকুরী করেন। তিনি কশবামাজাইল ইউপির পাঁচবাড়ীয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের পুত্র। চাকুরীর সুবাদে তিনি স্বপরিবারে রাজবাড়ী শহরে বসবাস করেন। গত ঈদুল ফিতরের ছুটিতে তিনি গ্রামের বাড়ীতে যান। সেখানে গত ১০ই এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে তিনিসহ পরিবারের সদস্যগণ নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে মুখোশ পরিহিত ৬/৭ জনের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী দল প্রদীপ কুমার মন্ডলের পাঁচবাড়ীয়া গ্রামের বসত বাড়ীর পেছনের টিনের বেড়ার গেট এবং ঘরের পেছনের দরজায় লাথি মেরে দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে। সন্ত্রাসী চাঁদাবাজ দল আগ্নেয়াস্ত্র তাক করে খুন করার হুমকী দিয়ে প্রদীপ কুমার মন্ডলের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। প্রদীপ মন্ডল জীবন বাঁচাতে ডাকাত ডাকাত বলে ডাক-চিৎকার করলে দুষ্কৃতিকারীরা ২রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় ভীতি সৃষ্টি করে চলে যায়।

 এ অবস্থায় প্রদীপ মন্ডল তার প্রতিবেশী চাচা ও চাচাতো ভাইদের সাথে বাড়ীর মূল ফটকের সামনের উঠানে দাঁড়িয়ে কথা বলছিল। পরবর্তীতে ভোর রাত ৪টা ৫৫ মিনিটের দিকে দুষ্কৃতিকারীরা ফের প্রদীপ মন্ডলের বাড়ীর সামনে উঠানে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে প্রদীপ মন্ডলের চাচাতো ভাই লক্ষণ মন্ডল(৩৫), সুজন মন্ডল(২৫), রূপ মন্ডল(৩২) এবং প্রতিবেশী চাচা বিবেক চন্দ্র মন্ডল(৫০) আহত হয়। বাড়ীর লোকজনের শোর-চিৎকারে আশে পাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে গেলে দুষ্কৃতিকারীরা পুনরায় ৫ লাখ টাকা চাঁদা দাবী করে এবং চাঁদার টাকা না দিলে খুন করার হুমকী প্রদর্শন করে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 এ ঘটনায় প্রদীপ কুমার মন্ডল বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা নং-৯, তারিখ ১৩/০৪/২০২৪ খ্রিঃ। ধারাঃ ১৪৩/৪৪৮/৩৮৭/৩০৭/৩২৬/৩২৩ পেনাল কোড দায়ের করে।

 যোগাযোগ করা হলে মামলার বাদী প্রদীপ কুমার মন্ডল বলেন, ঘটনার ২মাসে থানা পুলিশ মাত্র ১জন আসামীকে গ্রেফতার করেছে। 

 তিনি বলেন, পুলিশ প্রশাসনের প্রতি আমার আস্থা আছে। ঘটনার সাথে জড়িত সকল আসামীকে গ্রেফতার এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

 
পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ