রাজবাড়ী জেলার পাংশা সার্কেলের নতুন সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন যোগদান করেছেন।
গত ২২শে জুন সকাল ১১টায় তিনি রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করলে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ,পিপিএম-সেবা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, এ সময় বিদায় সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ও রাজবাড়ী জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, সহকারী পুলিশ সুপার মোঃ শাহীন এসপিবিএন-১, ঢাকা থেকে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) হিসেবে পদায়িত হয়েছেন। তিনি বিসিএস(পুলিশ ক্যাডার) এর ৩৭তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি এসএসএফ ও সিএমপিতে কাজ করেছেন। তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার সন্তান।