ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দৌলতদিয়া ঘাটের পদ্মা নদীর ভাঙন পরিদর্শনে সংসদ সদস্য
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৬-২৩ ১৬:১০:৪৪

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এতে করে ডুবে যাচ্ছে বিস্তীর্ণ চর ও নি¤œাঞ্চল।
 সেই সাথে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীতে স্রোত ও ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এতে করে দৌলতদিয়া ফেরী ও লঞ্চঘাট এলাকায় ভাঙন আতংক দেখা দিয়েছে।
 ইতিমধ্যে ৬ ও ৭ নং ফেরী ঘাটের অনেকটা এলাকা পদ্মা নদীতে বিলীন হয়েছে। নদীতে চলে গেছে কয়েকটি বসতবাড়ী ও দোকানপাট। বিআইডব্লিউটিএ প্রাথমিকভাবে কিছু বালুর বস্তা ফেললেও তা অপ্রতুল। শত শত বসতবাড়ি, ফসলি জমি ও দোকানপাট, স্কুল ও ফেরি ঘাট মুখী পাকা সড়ক ভাঙন ঝুঁকিতে রয়েছে।
 দৌলতদিয়া ৭ নম্বর ফেরী ঘাট সংলগ্ন সাত্তার মেম্বারপাড়ার মোঃ কাদের বেপারী দুইবার পদ্মার ভাঙনের শিকার হয়েছেন। গত কয়েকদিন ধরে ফের ভাঙন শুরু হয়েছে। আতঙ্কে রাত জেগে ছিলেন তিনি। শুধু কাদের বেপারী নন, তার মতো আরো অন্তত শত-শত পরিবারের একই অবস্থা।
 দৌলতদিয়া ঘাট এলাকার বাসিন্দা নেকবার মোল্লা বলেন, ‘ভাঙনের কারণে ঘর সরাতেই তারা দিশাহারা। নির্বাচনের সময় যারা ভোট চাইতে আসেন, ভাঙনের সময় তাদের আর দেখা যায় না। এভাবে ভাঙন অব্যাহত থাকলে বড় মানচিত্র থেকে দৌলতদিয়ার নাম মুছে যাবে। পথে বসবে ঘাটের কয়েকশ দোকানী। ঘরবাড়ি হারাবে শত-শত পরিবার। নদীতে বিলীন হবে স্কুল, মসজিদ, মন্দিরসহ অনেক স্থাপনা।
 এদিকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী গত শনিবার সন্ধ্যার পর দৌলতদিয়ার ভাঙন কবলিত ফেরী ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয়রা ভাঙন প্রতিরোধে জরুরী ব্যবস্থা নিতে সংসদ সদস্যের নিকট দাবী জানান।
 পরিদর্শন শেষে সংসদ সদস্য বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের সাথে মোবাইলে কথা বলেন।
 তিনি বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে বলেন, জরুরী ভিত্তিতে আগামী ২দিনের মধ্যে ফেরী ঘাট এলাকার ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ফেলানোর কাজ করতে হবে। অন্যথায় এখানকার শত-শত মানুষ মানববন্ধনসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।
 তিনি আরো বলেন, কিছুদিন আগে এখানে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হয়েছে। কিন্তু সেই কাজ নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। আগামীতে যে কাজ করা হবে সেটা জন্য তাকে এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যানকে অবহিত করে করা হয়।
 তিনি এ সময় সাংবাদিকদের আরো বলেন, ভাঙনের খবর শোনা মাত্রই আমি চলে এসেছি। ৬ ও ৭ নম্বর ফেরী ঘাটের মাঝখানে যেভাবে ভাঙন শুরু হয়েছে তা কখনো কেউ কল্পনা করেনি। বর্তমানে পদ্মায় স্রোত তেমন নাই, তবুও ভাঙন শুরু হয়েছে। আমি সংসদে এবার নদী শাসনের কথা বলেছি। নদী শাসনের বাজেট পাশ হচ্ছে। আমরা আশা করছি বাজেট দ্রুত পাশ হবে এবং নদী শাসনের কাজও শুরু হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ভাঙন ঠেকাতে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানকে বলেছি আগামী দুই দিনের মধ্যে বালুভর্তি জিও ব্যাগ ফেলতে।
 এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন মোল্লাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 পানি উন্নয়ন বোর্ডের দৌলতদিয়া পয়েন্টের গেজ রিডার সালমা খাতুন জানান, রবিবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় পদ্মার এ পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। গত শনিবার বৃদ্ধি পেয়েছিল ৩০ সেঃ মিঃ। গতকাল রবিবার সকালে পদ্মায় পানির লেভেল ছিল ৬.৪৫ মিটার। এখানে পানির বিপদসীমার স্তর ৭.৯০ মিটার।
 এদিকে গত শুক্রবার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহম্মেদ মোস্তফা। এ সময় তিনি বলেন, ‘দৌলতদিয়া ঘাট নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। এখানে নদী বন্দর করার কথা ভাবছে সরকার। এর আগে যে প্রকল্প নেয়া হয়েছে, সেটির বরাদ্দ আরো বাড়বে, তাই এখনই কাজ শুরু হচ্ছে না। ঘাট এলাকায় ভাঙন দেখা দিলে ব্যবস্থা নেয়া হবে।’

 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ