রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে জখমের ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়ায় ফুঁসে উঠেছে ইউনিয়নবাসী।
এরই ধারাবাহিকতায় গতকাল ২৪শে জুন সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ওই ইউনিয়নের ৫শতাধিক নারী পুরুষ।
এতে দাদশী ইউপির প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, আব্দুল বারেক শেখ, আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা হাসিবুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনে এ মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীরা গ্রেফতার না হলে ডিসি অফিসের সামনে আমরণ অনশন কর্মসূচীর আল্টিমেটাম দেন তারা।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
উল্লেখ্য, ঈদুল আযহার পর দিন গত ১৮শে জুন দিনগত রাত সাড়ে ১১টার দিকে সিংগা নিজাতপুর বাজার সংলগ্ন নিজ বাড়ীর সামনে চেয়ারম্যান দেলোয়ার শেখ ও তার ছেলে রুহান শেখ, ভাই হাসান শেখ ও বোন রোজিনাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখের বাবা আব্দুল কুদ্দুস শেখ বাদী হয়ে বিএনপি নেতা আকবর খানসহ ১৮জনের নাম উল্লেখ করে রাজবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলার কোন আসামী এ পর্যন্ত গ্রেফতার হয়নি।