রাজবাড়ী জেলার কালুখালীতে পারিবারিক কলহের জেরে ইট দিয়ে আঘাত করে স্ত্রী রাশিদা বেগম (২৫)কে হত্যার দায়ে স্বামী মোঃ আব্দুল মন্ডল (৩০)কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।
গতকাল ২৫শে জুন বিকালে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় ঘোষণা করেন।
রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটরের(পিপি) এডঃ মোঃ উজির আলী শেখ জানান, দন্ডপ্রাপ্ত আসামী মোঃ আব্দুল মন্ডল কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের কোমরপুর গ্রামের মৃত নূরুল মন্ডলের ছেলে। আব্দুল মন্ডল ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতো। নিহত রাশিদা বেগম একই উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত জোনাব আলী শেখের মেয়ে।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাশিদা বেগম ও আব্দুল মন্ডল প্রেমের সম্পর্ক করে ১০/১২ বছর পূর্বে বিয়ে করে। তাদের ঘরে ২টি পুত্র সন্তান ও ১টি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আব্দুল মন্ডল তার স্ত্রী ও সন্তানদের ভরনপোষণ ও খোঁজ খবর নেয় না। এ কারণে রাশিদা বেগম তার সন্তানদের নিয়ে তার বাবার বাড়িতে চলে আসে। রাশিদা তার বাবার বাড়ি থেকে ১বিঘা জমি পায় বসবাসের জন্য। সেই জমি বিক্রি করে নগদ টাকা দিয়ে বিদেশে যাওয়ার কথা বলে রাশিদার স্বামী। রাশিদা জমি বিক্রি করতে অস্বীকার করে। এই নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল এবং রাশিদাকে মারধর করে হত্যা চেষ্টাও করেছিল তার স্বামী।
২০২৩ সালের ৩রা জুন আব্দুল মন্ডল ঢাকা থেকে বাড়িতে আসে। দুইদিন থাকার পর ৬ই জুন রাতে তারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যায়। পরের দিন ৭ই জুন ভোর সাড়ে ৬টার রশিদার ঘর বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। পরে আশেপাশের লোকজন এসে তালাবদ্ধ ঘর ভেঙে দেখে রাশিদার রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। পাশেই রক্তাক্ত অবস্থায় একটি পুরাতন ইট পড়ে ছিল। রাশিদার স্বামী পলাতক। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এ ঘটনার ওই দিনই রাশিদার বড় বোন বাদী হয়ে রাশিদার স্বামী আব্দুল মন্ডলকে আসামী করে থানায় মামলা দায়ের করে।
রাজবাড়ীর পাবলিক প্রসিকিউটর এডঃ মোঃ উজির আলী শেখ বলেন, স্ত্রী রাশিদা বেগমকে হত্যার দায়ে স্বামী মোঃ আব্দুল মন্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছে। এ রায়ে পক্ষ ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।