ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
গোয়ালন্দে আগুনে পুড়ে ছাই ৩টি পরিবারের ৭টি বসতঘর
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৬-২৬ ১৫:১০:০৯

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নাছির সরদার পাড়া এলাকার আক্কাছ ফকিরের বাড়িতে গত ২৫শে জুন বিকালে রান্না ঘরের আগুন থেকে ৩টি পরিবারের ৪ বসত ঘর ও ৩টি রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।

 আগুন লাগার পর স্থানীয় রাজিব মন্ডল ৯৯৯ এ ফোন করে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে সংবাদ দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

 গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ সাবেকুল ইসলাম বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ধারণা করছি রান্না ঘরের আগুন থেকে এ দূর্ঘটনার সূত্রপাত হয়েছে।

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরজমিনে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত শুকনা খাবার, কম্বল দেয়া হয়েছে।

 তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা তৈরি করে তাদের সরকারী টিন ও নগদ অর্থ প্রদানের ব্যবস্থা করা হবে।

 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ