গোয়ালন্দ উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল ২৬শে জুন সকালে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।
জানা গেছে, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (বারটান অংগ) এর বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, প্রশিক্ষক বারটান এর সহকারী সাইন্টিফিক অফিসার মোঃ কাউছার আহম্মেদ উপস্থিত ছিলেন।