রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী শপথ গ্রহণের পরদিন গত ২৫শে জুন দুপুরে রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সাথে রাজধানী ঢাকার রেলভবনে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় কালুখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ অলিউজ্জামান চৌধুরী টিটু উপস্থিত ছিলেন।