ঢাকা শনিবার, মে ১০, ২০২৫
গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৬-২৭ ১৫:২৬:১৬

 ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পর গোয়ালন্দ উপজেলা পরিষদে প্রথম সভা এবং পরিষদের নবাগত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের বরণ ও প্রাক্তনকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

 গতকাল ২৭শে জুন বিকেল ৩টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা পরিষদ এ সভার আয়োজন করে। এর আগে প্রথমে উপজেলা চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। 

 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সঞ্চালনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী উপস্থিত ছিলেন।

 সভায় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান সহ সরকারী সকল দপ্তরের কর্মকর্তা, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সুধীজন, গণমাধ্যমকর্মী ও সুধীসমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ নবাগত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ এবং বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যানকে ফুল ও উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন।

 

রাজবাড়ীতে মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণের সুফল পাচ্ছে কৃষকরা
কালুখালীতে বিএনপি নেতাকে ফাঁসানো হলো আওয়ামী লীগের লিফলেট বিতরণের মামলায়
বালিয়াকান্দিতে মহানাম সংকীর্তন পরিদর্শনে বিএনপি নেতা হারুন
সর্বশেষ সংবাদ