গোয়ালন্দে মোস্তফা মুন্সী কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত নৈশ মাদ্রাসার শিক্ষকদের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সীকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
গতকাল ১লা জুলাই দুপুর ৩টার দিকে মোস্তাফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন, উপজেলা মডেল মসজিদের ইমাম ও পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আজম আহমাদ, পৌর ইমাম কমিটির সাংগঠনিক ও গোয়ালন্দ বাজার বড় মসজিদের ইমাম হাফেজ আবু সাইদ, থানা মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিকসহ উপজেলার ৫৭টি নৈশ মাদরাসার শিক্ষক উপস্থিত ছিলেন।