ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হযরত শাহজালালে পরিত্যক্ত সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার
  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৪-০৭-০৩ ১৫:০৯:১৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান থেকে ৪ কেজি ৪২০ গ্রাম সোনা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর কর্তৃপক্ষ।

 গোপন সংবাদের ভিত্তিতে, গতকাল ৩রা জুলাই ভোর সাড়ে ৫টার দিকে শাহজালাল বিমানবন্দরে সোনার এই  চালানটি আটক করা হয়।

 বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানে রামেজিংকালে বিমানের লাগেজ রাখার কেবিনের সিট থেকে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় এসব সোনা আটক করা হয়। যার মধ্যে ১০ তোলা ওজনের ৩৮ পিস সোনার বার রয়েছে। উদ্ধারকৃত এই সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

 গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক  প্রদীপ কুমার সরকার এ তথ্য জানান।             

 তিনি জানান, গতকাল বুধবার আনুমানিক ভোরে সালাম এয়ারলাইন্সের (ওভি-৪৯৭) নাম্বারের উড়োজাহাজটি মাস্কাট থেকে ঢাকায় এসে অবতরণ করে। এরপর বিমানটিতে রামেজিংকালে বিমানের সিট নং-২ (ডি-ই-এফ) এর উপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দু’টি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কালো স্কসটেপ কেটে ৩৮ পিস সোনার বার পাওয়া যায়।

 প্রদীপ কুমার সরকার জানান, সোনাগুলো ঢাকা কাস্টমস হাউজের শুল্ক গোদামে  জমা রাখা হয়েছে।

 
ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে----বিএনপির মহাসচিব
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের আহবান
সর্বশেষ সংবাদ