ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
বালিয়াকান্দির নতুন স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন
  • তনু সিকদার সবুজ
  • ২০২৪-০৭-০৪ ১৫:২১:৫১

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ মোঃ ফারুক হোসেন। 

 নবাগত এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমি গত ৩০শে জুলা বালিয়াকান্দিতে যোগদান করেছি। চেষ্টা থাকবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে বালিয়াকান্দিবাসীর কাঙ্খিত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে। 

 এর আগে তিনি ফরিদপুর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেসিডেন্ট ফিজিশিয়ান পদে কর্মরত ছিলেন। 

 গত ২৫শে জুন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(প্রশাসন) ডাঃ মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে বালিয়াকান্দিতে পদায়ন করা হয়। একই সাথে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিনকে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়।

 উল্লেখ্য, ডাঃ মোঃ ফারুক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ৩৩তম বিসিএস(স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার হিসেবে ২০১৪ সালের ৭ই আগস্ট স্বাস্থ্য সেবায় নিয়োজিত হন। করোনাকালীন সময়ে মোবাইলে স্বাস্থ্য সেবা প্রদান করে তিনি প্রশংসিত হন।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ