নানা আয়োজনে গতকাল ৮ই জুলাই বিকালে রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশন (আরডিএ)-এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃক্ষরোপণ, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।
বিকেলে রাজবাড়ী শহরের বকুলতলায় মেজবাউল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে(ঘরছাড়া) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজবাড়ী ডিবেট এ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আজিজা খানম, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি সংসদ ও জেলা আবৃত্তি পরিষদের সভাপতি নুরুল হক আলম, আরডিএ’র সাধারণ সম্পাদক মোঃ ফারুক উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এর আগে রাজবাড়ী শহরের বড়পুল গোলচত্ত্বরে বৃক্ষরোপণ করে সংগঠনটি। এরপর মেজবাউল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্রে(ঘরছাড়া) বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় ‘এই সংসদ সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসির বিধানকে সমর্থন করে না’ বিষয় নিয়ে দুটি দল অংশগ্রহণ করে।